সুখ সন্ধানী মন আমার - যখন সবাই সুখ খোজে , সুখ তখন আমায় ঘেসে ।।



সুখ দুই অক্ষরের মিলনে একটি শব্দ... উচু নিচু , ধনী-গরিব, সকলেই এর সন্ধান করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত , জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এর সন্ধানেই আমাদের সময় কেটে যায়.. কেউ জীবনের শেষ সময় টা গিয়ে কন্ঠে এক রকম হতাশার চাপ নিয়ে সন্তানদের উদ্দেশ্যে বলেন পারলাম তোদের জন্য কিছুই করতে পারলাম না, সুখ আমাদের কপালে নেই । আবার কেউ বলে আরো কিছু পেলে ভালো হতো , অদ্ভুদ আমরা অদ্ভুদ আমাদের ভাবনা গুলো......
গরিব বাবা দিন , সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে কিন্তু তার এই কষ্টগুলো কারো সাথে শেয়ার করেনা, নিজের টা নিজের মতো করে ব্যবস্থা করে নেয় , তাকে দেখে আমরা বলি সে খুব সুখে আছে ..
হাজারটা কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়ানো লোকটাকে দেখলেই যখন জিজ্ঞাস করি কেমন আছেন ? প্রতি উত্তরে যখন বলে জ্বি ভাই ভালো আছি , তখন আমরা ভাবি সে খুব সুখে আছে...

**সুখ নেই কোথায় ?
পড়ে গিয়ে ছোট ছেলেটি কাদতে কাদতে মায়ের কোলে এসে আশ্রয় নেয় , সেখানে কি সুখ নেই ?

বন্ধুর সাথে ঝগড়ার পর কথা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর আবার যখন সব ভুলে কথা বলা আরম্ব করে সেখানে কি সুখ নেই ..?
সুখ সব খানেই আছে.. আমরা সবাই সুখী, মুল কথা হচ্ছে আমরা এখনো সুখ কি সেটাই বুঝিনা । সমাজের নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়ার পর আমারা ভাবতে শুরু করি সুখ শুধু ধনী , উচ্চ বিত্তদের পল্লীতেই বাস করে.. ব্যাপারটা তার ঠিক উল্টো , ওদের মনে ও আমাদের মতো দুঃখ আছে ..
মোট কথা আমরা নিজের উপর বিশ্বাস রাখতে পারিনা, নিজেকে মুল্যায়ন করতে পারিনা, নিজের ছোট ছোট কাজ গুলোকে মূল্য দিতে শিখুন , দেখবেন সুখের সন্ধান মিলবে, নিজেকে গর্বিত মনে হবে.. এটাই সুখ এইটাই জীবন.........

পুনশ্চ : ফেইসবুকের টাইমলানের কিছু পোষ্ট অবলম্ভনে .......

Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

খারাপ সময়েও ভালো থাকার চেষ্টা , আমার অবসরের দিন গুলো