আপনি যখন উদ্যোক্তা - উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ
আমরা সবাই উদ্যোক্তা, যে উদ্দ্যেগ নেয় তাকেই উদ্যোক্তা বলা হয় । কিন্তু আমরা তো সবাই খাই , তার পরও আমরা কিছু ব্যক্তিকে খাদক বলে ডাকি , তাকেই ডাকি যে কিনা একটু বেশী খায় । তাকে ভিন্ন ভাবে চেনার জন্যেই তাকে এই নামে ডাকা , ঠিক তেমনই সবাই উদ্দ্যেগ নেয় , কিন্তু বিশেষ কিছু ব্যাক্তি একটু আলাদা ভাবে উদ্দ্যেগ নেয় , আর আমরা তাদের কে চিহ্নিত করার জন্য উদ্যোক্তা বলি । ( সম্পূর্ণ নিজের যুক্তি কিছু ভুল থাকতে পারে , তার জন্য ক্ষমা পার্থী )
সমস্যা সবার জীবনেই থাকে , বা আসে । কিন্তু আপনি যখন উদ্যোক্তা তখন সেই সমস্যাটা একটু বেশী আকারেই আসবে । কারণ আপনি আর অন্য আট/দশজনের মতো করে সাধারণ উদ্দ্যেগ নেন নাই ,তাই । আপনি অন্যদের মতো করে ভাবেন না তাই । সমস্যা গুলো মাঝে মাঝে এক সাথে আসবে , কখন ও কখনও ছড়িয়ে ছিটিয়ে আসবে । আর সমস্যা সব সময় দল বদ্ধ ভাবে চলতে পচন্দ করে । তাই তারা যার উপর ভর করে একসাথে সব দিক থেকে করে । আর সেটাকে জয় করতে পারলেই আপনি হবে সফল , আর না হয় , ওই কাজ থেকে আপনাকে পিচ পা হতে হবে । ব্যর্থ হবে বলছি না । কারণ আমি এই বাক্যটার সাথে সব সময় দ্বিমত পোষণ করে আসছি , কারণ কোন কাজেই কেউ ব্যর্থ হয়না , হতে পারে সে গন্তব্যে পৌছাতে পারে নি । কিন্তু তাই বলে সে ব্যর্থ না । ব্যর্থ সেটাকেই বলা যায় , যেখান থেকে আপনি কিছুই পান নি । কিন্তু আপনি যখনই কিছু করার উদ্দোগ নিবেন , তখন গন্তব্যে পৌছাতে না পারলেও কিছুনা কিছু পাবেন । একে বারে না হলে ও বুঝতে পারবেন ওই কাজটা আপনার দ্বারা সম্ভব না । যদি চেষ্টাই না করতেন তবে কি সেটা বুঝতে পারতেন ? তাই বলছি কেউ কখনই ব্যর্থ হয় না । আর যদিও হয় , তবে সেটাই তার সফল হওয়ার সিড়ি হিসেবে কাজ করে ।
আপনি একটা উদ্দোগ নেন । যেটা সর্ম্পকে কেউ তেমন জানেনা । তখনই দেখবেন , সবাই আপনাকে সুন্দর ভাবে বুঝাতে শুরু করবে , এইসব পাগলের কাজ , তুমি কেন এইসব করতে যাও । কারণ আমরা সবাই গতানুগতিক কাজ করতে পচন্দ করি , আমার বড় ভাই চাকুরী করে আমি ও সেটা করবো , কিন্তু সমাজে অন্যতম একজন হতে হলে , আপনাকে একটু ব্যতিক্রম কাজ করতে হবে । আর সেটা যারা করতে পারে , তাদের নিয়েই আজ আলোচনা হয় ।
আপনি যখন উদ্যোক্তা:
কাজ শুরু করেন , প্রথম বাধাটা পরিবার থেকেই আসবে । বিভিন্ন ভাবে বুঝাতে শুরু করবে । তারপর পরিচিত লোকজনেরা সেই দ্বায়িত্বটা নিয়ে যাবে । দেখা যাবে , আপনি কারোর কথাই শুনেন নি । আপনি আপনার গতিতে চলতে শুরু করেছেন , তখন আপনার পাশে কেউ নেই । আপনি একা , আপনার চারপাশে টাকা , কিন্তু চাইলেই বলবে নাই । যাদের জন্য আপনি এক সময় অনেক কিছু করেছেন , আজ তারাও আপনাকে এড়িয়ে চলতে চাইবে । কাউকে ভালোর কথা জিজ্ঞাস করার জন্যে ফোন করলে ও সে অন্য কিছু ভেবে আপনাকে বলবে উনি এখন ব্যস্ত । পরে কথা বলবে , সেই পরটা কবে হবে , সেটা আপনি ওনি কেউ জানেনা । আপনার মোবাইল চুরি হয়ে যাবে । মানি ব্যাগ হারিয়ে যাবে । এই সব অন্যদের ও হয় , কিন্তু আপনার যখন হবে , তখন আপনার কাছে ওটাই থাকবে , একমাত্র সম্বল , তাই অনেক কষ্ট হবে । বই পড়ে আপনার মনে হয়েছিলো সফলতাটা বোথ হয় দরজার ও পাশেই আছে , কেবল দরজাটা খুলবেন আর সে আপনার ঘরে ঢুকে পড়বে , কিন্তু বাস্তবতা সেটা নয় , সে অনেক কঠিন । যারা আপনাকে একটা সময় উৎসাহ দিয়েছে , দিনে দিনে তারাও একটু একটু করে দুরে সরে যাবে । অনেকেই আশঅ দিবে , চালিয়ে যাও , আমরা আছি , কোন সমস্যা নাই , কিন্তু কাজের বেলায় দেখবেন কারোর কোন দেখা নাই । পরিবার পরিজন , অনেক রকম কথা শুনাবে । আর আপনিও সেগুলো শূনে যাবেন কারণ আপনি একজন উদ্দোক্তা তাই । নিজে অসুস্থ হয়ে পড়বেন । আর যদি বউ থাকে তাহলে তো আর কথাই নাই , সেই কি প্যারা । তখন বুঝবেন । আজ বউ অসুস্থ , আর বাচ্চা থাকলে কি হবে সেটা আর বলবোই না । আশ্বাস করা হয়েছিলো হাতে টাকা আসলেই আপনাকে দিবে , কিন্তু আপনার চোখের সামনেই আপনার সেই আপন লোক গুলো টাকা নিয়ে খেলবে , কিন্তু আপনাকে দিবে না । আপনি কেবলই চেয়ে দেখবেন । একদিন দু-দিন করে আপনার মনোবল হারাতে শুরু করবে । যদি একে বারে হারিয়ে যায় , তবে তো আর কারোর সাথে কথাই বলতে পারবেন না । তখন নানান রকম কথা শুনাবে সাবাই , আর যদি চেষ্টা চালিয়ে যান , তখন আবার দেখবেন , অনেকের মন আপনার জন্য কাধতে শুরু করবে , অনেকটা জ্ঞানী ব্যাক্তির ন্যায় বলবে , কেন যে এই সব পাগলামি করিস , এখন ও সময় আছে , একটা চাকুরী খুজে নে ।
আপনি কেন সফল হবেন :
আপনি সফল হবেন কারণ এই সকল কথা গুলো আপনাকে শুনতে হচ্ছে তাই , আপনি ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছেন তাই । আজ সবাই আপনাকে অবহেলা করছে তাই , আপনাকে দেখলে সবাই এড়িয়ে চলার চেষ্টা করে বলেই আপনি সফল হবেন , যদি না কারোর কথায় মন খারাপ না করে , সেটাকে শক্তিতে রূপান্তর করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় মগ্ন থাকে তবেই ।
সকল উদ্যোক্তা প্রতি রইলো ভালোবাসা , জয় হোক উদ্যোক্তা দের । জয় হোক স্বপ্নের ।
Comments
Post a Comment