আমাদের মাতৃভাষা দিবস
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রইলো আমার শ্রদ্ধা আর অন্তরের ভালোবাসা। আজ বাঙালী হয়ে আমি গর্ব অনুভব করি। একদিন আমরাই আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলাম। এটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় আর সম্মানের বিষয়। বাংলা ভাষা উচ্চারিত হলে তাই এখোনো আমাদের মনে লাগে জ্যোতস্নার চন্দন। একুশের সকাল তাই আজও মনে হয় অলৌকিক ভোর।
খানিক পরেই বের হবে প্রভাত ফেরির মিছিল । সবাই গাইবে , আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী , আমি কি ভুলিতে পারি ।
এই একদিন ফুলের মেলা বসবে , শহীদ মিনার প্রঙ্গনে । ফুলে ফুলে মুখরিত দেশের সব কটি শহীদ মিনার । এই দিনটি আসলেই আমার উচ্চ স্বরে গাইতে ইচ্ছে করে ......
"প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।"..
Comments
Post a Comment