লাইট , সাউন্ড ক্যামেরা , Action । আমার সিনেমা বানানোর গল্প . পর্ব- ২
ফিল্ম এর অফিসিয়াল পোষ্টার লাইট , সাউন্ড ক্যামেরা , Action , শুরু হয়ে গেলো , অভিনয় , ডায়লগ দেওয়া , একটু ভুল হলেই , " কাট " আবার নতুন ট্যাক । শুনেছি , দেখেছি , কিন্তু বলা হয় নাই কখনও , এইবারই প্রথম , আমি A ction বললেই শুটিং শুরু হবে । ভিতরে একটু ভয় কাজ করছে । তাতে কি বিশ্বাস আছে আমি পারবো । গতরাতে অনেক সময় নিয়ে বৃষ্টি হয়েছে । এখন অবশ্যই নাই । প্রথম চিন্তায় পড়ে গেছি , শুটিং হবে কিনা । সারা রাত না ঘুমিয়ে ভোর ৫টায় বাসা ত্যাগ করলাম । গাড়ী চলে গেলো , সাবইকে নিতে , আমি সাথে সহকারী পরিচলক সহ সিএনজিতে করে শুটিং স্পটের উদ্দেশ্যে রওয়ানা করলাম । এক এক করে সবাই চলে এলো , স , একটা শর্ট ইনডোরে নিয়ে তার পর চলে যাবো আউটডোর । ওখান থেকে শেষ করে আবার ইনডোর । একদিনেই শুটিং শেষ করবো । সেই অনুযায়ী সব সাজানো হয়েছে । আর্টিস্টদের মেকআপ মাখাচ্ছে , নায়িকাকে মেকআপ দেওয়া হচ্ছে বড় ভাই এবং প্রিয় মানুষটিকে যখন মেকআপ দিচ্ছে মেকআপ দেওয়া শেষ , এর মধ্যে সেট প্রস্তুত । কাউন্ট ডাউন শুরু … জিরো … ওয়ান … টু … থ্রি … লাইট … সাউন্ড … ক্যামেরা …Action… তখন সময় সকাল ৯টা ,