শেক্সপিয়ার এখন আমার ঘরে






বই পড়াটা একটা নেশা , আর আমার অনেকগুলোর মাঝে এইটা একটা নেশা , বই না পড়লে মনে হয় ঠিক মতো ঘুম আসে না । কখনও যদি কোন কাজের কারণে অনেকদিন বই পড়তে না পারি , তখন মনে হয় , কিছু একটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে , একটা অভাব অনুভব হয় । বুকের মাঝে একটা ব্যাথা ও অনুভব করি । দেশে এবং দেশের বাহিরে অনেক রাইটারই আমার প্রিয় , তার মধ্যে উইলিয়াম সেক্সপিয়ার হলো একজন । শেক্সপিয়ার এর বই , তাহলে তো আর কো কথাই নাই । শেক্সপিয়ার এর রোমিও জুলিয়েট এর গল্প গুলো বেশ ভালো লাগতো । কিছু দিন আগে ঠিক করি এই বার শেক্সপিয়ার এ সনেট গুলো নিয়ে বসবো । কিন্তু সময় এর অভাবে যাওয়া হয়না , আর তাই কিনাও হয় নি। অবশেষে  অনলাইনে অর্ডার  করলাম আর বই বাসায় এসে গেলো , বই গুলো হাতে পেয়ে খুব ভালো লাগলো , এর আগেও অনলাইন থেকে বই কেনার অভিজ্ঞতা আছে , কিন্তু এইবার একটি নতুন অভিজ্ঞতা হলো , বই এর সাথে একটি ছোট গিফট পাইছি , তাই , । চাই লে আপনি ও কিনে নিতে পারেন । তার জন্য তেমন কোন ঝামেলাই নেই । কেবল কয়েকটি ক্লিক আর বই বাসায় । 

Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা