সফল হওয়ার কোন র্শটকাট উপায় নেই ..
সফলতা একটি দীর্ঘ মেয়াদী পক্রিয়া , আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রাতারাতি সফল হয়ে যায় নি । আপনার যেমন কষ্ট হচ্ছে তাদেরও হয়েছিলো । আপনার কাছে যেমন মনে হচ্ছে পৃথিবী আপনার বিপক্ষে কাজ করছে তাদের কাছেও মানে হয়েছিলো , তারাও আপনার মতো এই পোড়ন সহ্য করেই আজ ইতিহাসের পাতায় স্থান নিয়েছে । বাজার থেকে কয়েকটি বই আর কিছু লোকের জ্ঞান মূলক কথা শুনলে আপনার মানে সফলতার প্রতি একটি লোভ জন্মাতে পারে । আপনার মনে হতে পারে কি সুন্দর ই না তাদের জীবন , তারা কত সুখী হ্যাঁ সত্যিই তারা সুখী কিন্তু সেটা আজ । আমিও চাইলে এখন আপনাদের এই রকম বিভিন্ন গল্প শুনাতে পারি , আর সেই গল্প পড়ে আপনারাও সফলতার জোয়ারে খানিকক্ষণ ভাসতে থাকবেন , কিন্তু যখন সেই জোয়ার শেষ হয়ে যাবে তখন আপনিও তলিয়ে যাবেন । এটাই বাস্তবতা , আমি মনে করি জোয়ার আপনাকে নয় আপনি জোয়ার কে ভাসান আর তাহলে ই আপনার জীবনও তাদের মতো হবে , পৃথিবী আপনাকে ও মনে রাখবে ।
চারদিক অন্ধকার মনে হচ্ছে , হতে পারে আপনার সব চেয়ে কাছের মানুষ টি আজ আপনার সাথে অন্য রকম ব্যাবহার করছে , আরে ভাই তাতে কি আজ আপনার কেউ না থাকতে পারে , আপনার জন্য কারো সময় না হতে পারে আর ফোন কেউ ধরছে না , এমনকি আপনাকে দেখলে মুখটা পর্যন্ত ঘুরিয়ে নিতে পারে , তাতে কি , আবার কেউ কেউ আপনাকে দেখলে ব্যঙ্গ করে বলতে পারে , ওই দেখ বেশি বুঝার লোক যাচ্ছে , তাতে কান না দিয়ে নিজের মতো চলতে থাকুন , মনে করুন আপনি কানে কিছুই শুনেন না । আপনি কিছুই দেখেন না , আপনার স্বপ্নের বাহিরে । আজ কেউ নাই তো কি হয়েছে, আগামী দিন হবে , আজ নাই সেই কারণে যে একদিন আপনার চারপাশে লোকের অভাব পড়বে না তাই ,
নিজেকে নিজের মতো করে পরিচালনা করে ন , কেউ কেউ বলবে আপনার স্বপ্ন দেখায় ভুল আছে, আপনি আপনার স্বপ্নের পিছনে সময় দিচ্ছেন না , হয়তো বা কে আপনার শত্রু আর কে বা বন্ধু আপনি সেটা বুঝে উঠতে পারছে না !! সেই কারণেই বলবো তেমন কারোর সাথেই স্বপ্ন শেয়ার না করাই ভালো, যদি না তাকে আপনার মনে ধরে , আর বললেই বা কি , সে হয়তো আপনার স্বপ্ন চুরি করতে পারে , তাতে আপনার তেমন ক্ষতি হবে না , কেবল স্বপ্ন বাস্তবে আসতে কিছু দিন বেশী লাগতে পারে ।
স্বপ্ন , সফলতা এই গুলো দেরীতে আসাই ভালো , তাহলে বেশী দিন থাকবে , আর সেই দিন গুলো আপনি ভালো ভাবে উপভোগ করবেন , রাতারাতি সফল হতে গিয়ে আবার ব্যর্থদের সারিতে দাড়িয়ে না পড়তে হয় । দেখুন না , আজ পৃথিবীর যে ব্যাক্তিরাই ইতিহাসের পাতায় আছে , তারা সবাই দীর্ঘদিন প্রচেষ্টার ফলেই আজকের এই অবস্থায় এসেছে , কেউ কেউ তো নিজের সফলতার জয়ধ্বনি শুনে যেতে পারেন নি, তাদের মৃত্যুর পরে তাদের কৃতকর্মের জন্য তাদের সম্মানী করা হয়েছে ।মনের মধ্যে আশা রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যান , একদিন সফল হবেনই ,,
আসুন একটু স্বপ্নচাষ করি.........................
দারুন বলেছেন
ReplyDeleteধন্যবাদ
Delete