নির্মলেন্দু গুণের কবিতা
খোঁপায় পেনসিল পরা মেয়ে,
কী সুন্দর রাধাচূড়া হয়ে
চুল উঠেছে লতিয়ে।
পেনসিলে দাঁতের দাগ,
অবাধ্য চুলের চাপে
বারবার খোঁপা খুলে গেলে
হবেই তো রাগ।
কী সুন্দর রাধাচূড়া হয়ে
চুল উঠেছে লতিয়ে।
পেনসিলে দাঁতের দাগ,
অবাধ্য চুলের চাপে
বারবার খোঁপা খুলে গেলে
হবেই তো রাগ।
তার চেয়ে এক কাজ কর,
খোঁপায় পেনসিল দিয়ে
লিখ ফেলো একটি কবিতা।
অালগা করো না খোঁপার বাঁধন-;
যার খুশি পড়ে নেবে
খোঁপা-বই খুলে।
খোঁপায় পেনসিল দিয়ে
লিখ ফেলো একটি কবিতা।
অালগা করো না খোঁপার বাঁধন-;
যার খুশি পড়ে নেবে
খোঁপা-বই খুলে।
Comments
Post a Comment