Posts

Showing posts with the label কবিতা

ভালো আছি ?

ভালো আছি ? সেটা তুমি কেন , অনেকেই ভাবে , আমিতো কেবল ভালো থাকার একটা চাদর জড়িয়ে আছি । সর্বক্ষণ বয়ে যাচ্ছে পদ্মা-মেঘনার জল , আবার কখনও চলছে চৈত্রের তীব্র খরা । আমি ভালো ? সেটা তুমি কেন অনেকেই ভাবে । বলে আর কি হবে ? কি বা করতে পারবে তোমরা? পারবে কি দিতে এক খন্ড জমি ? একটি খড়ের কঠির , একটি কদম বাগান আর একটি বর্ষার বিকেল ? তবে বলে আর কি লাভ হবে ? ভালো আছি ? সেটা তুমি কেন , অনেকেই ভাবে । বারবে কি দিতে দখিনা বাতাস এক টুকরো কাগজ আর একটি দোয়াত ? পারবে কি ?  এমন একটা বিকেল দিতে ? যখনটায় বসে মনের সুখে লিখতে পারবোমনের জমে থাকা সব কথা , তবে আর বলে কি হবে ? ভালো আছি ? সেটা তুমি কেন অনেকেই ভাবে । ২৪/০৬/২০১৬ ইং

নির্মলেন্দু গুণের কবিতা

খোঁপায় পেনসিল পরা মেয়ে, কী সুন্দর রাধাচূড়া হয়ে চুল উঠেছে লতিয়ে। পেনসিলে দাঁতের দাগ, অবাধ্য চুলের চাপে বারবার খোঁপা খুলে গেলে হবেই তো রাগ। তার চেয়ে এক কাজ কর, খোঁপায় পেনসিল দিয়ে লিখ ফেলো একটি কবিতা। অালগা করো না খোঁপার বাঁধন-; যার খুশি পড়ে নেবে খোঁপা-বই খুলে।