ভালো আছি ?
 ভালো আছি ?  সেটা তুমি কেন , অনেকেই ভাবে ,  আমিতো কেবল ভালো থাকার  একটা চাদর জড়িয়ে আছি ।   সর্বক্ষণ বয়ে যাচ্ছে  পদ্মা-মেঘনার জল ,  আবার কখনও চলছে চৈত্রের তীব্র খরা ।  আমি ভালো ?  সেটা তুমি কেন অনেকেই ভাবে ।   বলে আর কি হবে ?  কি বা করতে পারবে তোমরা?  পারবে কি দিতে এক খন্ড জমি ?  একটি খড়ের কঠির ,  একটি কদম বাগান আর একটি বর্ষার বিকেল ?  তবে বলে আর কি লাভ হবে ?  ভালো আছি ?  সেটা তুমি কেন , অনেকেই ভাবে ।   বারবে কি দিতে দখিনা বাতাস  এক টুকরো কাগজ আর একটি দোয়াত ?  পারবে কি ?  এমন একটা বিকেল দিতে ?  যখনটায় বসে মনের সুখে লিখতে পারবোমনের জমে থাকা সব কথা ,  তবে আর বলে কি হবে ?  ভালো আছি ?  সেটা তুমি কেন অনেকেই ভাবে ।   ২৪/০৬/২০১৬ ইং