একজন সত্যজিৎ রায় , এবং তার জন্মদিন

বেচে থাকলে বয়স হতো ৯৬ , খুব একটা বেশি কি ? অনেকেই তো আছেন , এই বয়সের , কাজ করছেন , দিব্যি ঘুরে বেড়াচ্ছেন । কিন্তু নেই সেই মানুষটি , যার হাত ধরে পরিবর্তনের ছোয়া লেগেছিলো , বাংলা চলচ্চিত্রের । বলছি একজন সত্যিজিৎ রায়ের কথা , যিনি একাদ্বারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, মিউজিক কম্পোজার, ক্যালিগ্রাফার, অংকনশিল্পী ও লেখক ছিলেন। সেই দিনটির কথা খুব মনে পড়ে , গ্রামের বাড়ি , বিদ্যুৎ তো দুরের কথা , খুটি ও আসে নাই , তবে বাড়িতে এক খানা সাদা কালো টিভি ছিলো সেদিন, সাপ্তাহিক ছবি , খুব একটা দেখা হতো না , মাষ্টার মশাইয়ের বেতের বাড়ির ভয় কাজ করতো , কিন্তু সুযোগ পেলে কে না , লুকিয়ে চার কোনার বাক্সটার ভিতর বন্ধী মানুষ গুলোর হাসি কান্না না দেখে থাকে । ‘গুপীগায়েন বাঘা বায়েন’ চলছে , কে পরিচালক , কিসের পরিচালক , কে কি ? এইসব নিয়ে কোন মাথা ব্যথা নাই , দেখছি , হাসতেছি , ওই সময়ের ভালো লেগে যায় , গানটি , আর কোন ফাকে যে নিজেকে হারিয়ে পেলেছি গানটির মাঝে , এখনো মাঝে মাঝে .. গেয়ে উঠি .. "মহারাজা তোমারে সেলাম...সেলাম...সেলাম/ মোরা বাঙলা দেশের থেকে এলাম... " তারপর থেকে এক এক করে "পথের পাচালী ", "নায়ক" , "অপুর সংসার" , "হীরক রাজার দেশে" সহ বেশ ছবির সাথে পরিচয় হয়ে গেছে , পরিচয় হয়ে গেছে মানুষটির সাথে , না সাক্ষাৎ এ নয় , গুগল, এবং তার লেখা বইয়ের মাধ্যমে । তার কাজের প্রশংসা অনেকেই করেছেন , এর মধ্যে অন্যতম হল আকিরা কুরোসাওয়ার করা এই উক্তিটি: "সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র-সূর্য না দেখা একই কথা। যাই হোক , সময় বাড়তে লাগলো , আর মাথায় সিনেমা নামক পোকা টা ভালো করে জায়গা করে নিচ্ছে । সত্যজিৎকে জানা হলো , এই তো কাল রাতেও একবার তার লেখা একেই বলে শুটিং এবং বিষয় চলচ্চিত্র বই দু-খানার পাতা উল্টিয়ে মানুষটিকে ছুয়ে দেখলাম । আজ মানুষটির জন্ম দিন , বেচে থাকলে হয়তো অনেক ঘটা করে তা পালন করা হতো , যাই হোক , সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা , মানুষটিকে যেন হেফাজতে রাখে , রাখেন তার কাছে । এই জন্ম দিনে এর থেকে দেওয়ার আর কিছুই নেই , আছে এক বুক ভালোবাসা , আর আপনার জন্য দোয়া , যেখানেই থাকুন , ভাো থাকুন । বিশ্বাস করুন এখনো মন খারাপ হলে আপনার লেখা গুলোর উপর হাত বাড়াই , খুজে নেই অনুপ্রেরণা , খুজে পাই ভালোবাসা ।

Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা