ভালো গল্প মানেই কি ভালো চলচিত্র ?

গল্প ভালো ছবি ভালো , এই কথাটি প্রায় আমাদের মুখে মুখে ছড়িয়ে গেছে । আসলে এর সত্যতা কতটুকু ? কতটুকু রয়েছে এর বাস্তবতা ? আমাদের দেশের নির্মাতাদের যদি প্রশ্ন করা হয় , আগের মতো কেন দর্শক হলে গিয়ে ছবি দেখেনা , কিংবা জহির রায়হান , সত্যজিৎ এর মতো কেন আমাদের বর্তমান কোন সুভি হিট করে না ? তখন তারা এক কথায় বলে দেয় , ভালো গল্পের অভাব । সত্যিই কি তাই ? ভালো গল্প মানেই ভালো ছবি ? তাহলে হুমায়ন আহম্মেদ এর কৃষ্ঞপক্ষ হিট করে নি কেন ? বলতে পারেন ? বই হিবে তো পাঠক সমাজে বিশাল জনপ্রিয়তা পেয়েছে , তাহলে ছবি হিসেবে ফেলো না কেন ?

এই জীবনে অনেক বই পড়েছি যেগুলো প্রায় সব ক্ষেত্রেই বইটি ভালো লেগেছে; মুভি ভালো লাগেনি। এমনও হয়েছে যে, মুভি দেখে ভীষণ হতাশ এবং কষ্টও পেয়েছি। ৯০% ক্ষেত্রেই এটাই সত্যি বলে প্রমানিত হয়েছে যে, মুভি’র চেয়ে বই উত্তম। তবে কি উপন্যাস কিংবা কোন গল্পের অবলম্বনে মুভি করা ঠিক নয় ?



তবে হ্যাঁ তার মধ্যে কিছু পেয়েছি যা বই পড়ে মনে বিশাল নাড়া দিয়েছে আবার মভি দেখেও তার মধ্যে একটি হলো

এই বই টি ? আর যতদুর মনে পরে মুভি’তে মেয়েটার নাম উচ্চারণ করা হয় “মাটিলডা” যদিও এখানে বইয়ের মলাটে দেখতে পাচ্ছি “মাতিলদা। অনুবাদকই ভালো বলতে পারবেন উনি কেন এভাবে উচ্চারণ করছেন।

আসলে কি আমরা তৈরি করতে পারিনা , তা্ হয় না । না হয় ঠিকই হতো ।

সর্বশেষ এই কথাটিই বলবো , একটি ১০০% মুভির ক্ষেত্রে গল্প ২০% মেকিং ৮০% তার মধ্যে শুটিং, এডিটিং সবই থাকবে ।

গল্প ভালো + মেকিং খারাপ = মুভি খারাপ ,
গল্প ভালো + মেকিং ভালো = মুভি ভালো ,
গল্প খারাপ + মেকিং ভালো = মুভি ভালো / মুভি খারাপ তবে এই খানে ( ৬০/৪০ % )

বাংলা চলচিত্রের সুদিন কামনা করছি , একদিন বাংলা চলচিত্র তার প্রাণ ফিরে পাবে , এই আশা ব্যক্ত করে এখন কার মতো বিদায়

একই টাইটেলে প্রথম প্রকাশ পায় , সামহোয়্যার ইন ব্লগে । ২০১৬ সালে 

Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা