পণ্যের দাম নির্ধারণ এবং আমাদের উদ্যোক্তা বিড়ম্বনা
পণ্যের দাম নির্ধারণ নিয়ে কম বেশী অনেকেই ভোগান্তিতে পড়েন । তা ছাড়া বেশ কয়েকদিনে টাইমলাইনে পণ্যের দাম নির্ধারণ নিয়ে বেশ কয়েকজনের পোষ্ট ঘুরা ঘুরি করছে । তাই এই পোষ্ট লেখা । উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তা বা ক্রেতার নিকট পৌছানোই থাকে একমাত্র লক্ষ্য । আর তার জন্য উৎপাদিত পণ্যের একটা নির্দিষ্টি দাম নির্ধারণ করতে হয় । খুব সাধারণ ভাবে হিসেব করলে দাম নির্ধারণের ক্ষেত্রে বিশেষ কয়েকটি দিকে লক্ষ্য রাখা হয় । যেমন : উৎপাদিত পণ্যের কাচামালের দাম + উৎপাদন খরচ + অফিস . দোকান / কারখানা মোট কথা ব্যবসার ইনভায়রেন্টমেন্ট খরচ + পণ্য বাজারজাত করণ পক্রিয়া / প্রচার / মার্কেটিং খরচ এই সবের উপর নির্ভর করে । উৎপাদক পণ্য উৎপাদনের পূর্বে তাকে ঠিক করে নিতে হয় , তার উৎপাদিত পণ্যের ভোক্তা / ক্রেতা কারা ? এই বিষয়ের উপর নির্ভর করেই সে তার পণ্য বাজারজাত করে থাকে । অনলাইনের এই যুগে এসে প্রতিদিন নতুন নতুন বিক্রেতা / উদ্যোক্তা বাড়ছে । যার মধ্যে অনেকেই মার্কেট সর্ম্পকে কিংবা তার ক্রেতা সর্ম্পকে জ্ঞান রাখে না । এবং যার কারণে কয়েকদিন পরেই লসের ঘাটি টানতে না পেরে তাদের ব্যবসা ঘুটি নিতে হয় । একজন বিক্রতার প্রথম কাজ যদি থাকে ত