এক অদ্ভুদ প্রেম
 ঈষিতা কে দেখেলেই কেমন জানি আমি সব গুলিয়ে ফেলি। এটা কেন হয় তার আজও কোন   ব্যাখ্যা বের করা আমার পক্ষে সম্ভব হয় নি। প্রথম থেকেই ভুল হয়ে আসছে। আজও   তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে , সাহাবাগের রাস্তার  পাশে দাড়িয়ে ঈষিতা। আমাদের গাড়িটা ঠিক তার বরাবর এসেই থামলো চোখে চোখ পড়তেই  আমি আমি চোখ ঘুরিয়ে নিলাম । যখন আমার মাথায় আসলো এটা ঠিক হয়নি তখন আবার  ঘুরে তাকেতেই আরেকটা গাড়ি এসে ইষিতাকে ঢেকে দিল আর দেখতে পেলাম না ।ভাবতে  লাগলাম ঈষিতা কি আমায় দেখেছে ?  না দেখেনি। কারণ দেখলে ও নিশ্চয় আমাকে ডাক দিত।  আমি  এমন কেন ভাবছি? আমিতো ওকে দেখেছি কই আমি তো ডাক দেইনি? হয়ত তাই ও আমাকে  ডাকে নি। আর তাছাড়া আমিতো ওকে দেখেই মুখ ঘুরিয়ে নিলাম । এখন ও কি ভাববে ।  আর এখন আমার কি করার উচিত। আমার মাথায় না সহজে কোন কিছুই আসতে চায়না । যাকে ভালবাসি তাকে দেখে মুখ ফিরিয়ে নেওয়া এটা কেমন আচরণ ? নিজেই নিজেকে প্রশ্ন করেছি। আমার সাথে তো ওর কোন ঝগড়া হয়নি । তাহলে ?  না ওর কাছে যাওয়াটা আমার উচিত। এই যুগে এই ভাবে প্রমিকাকে কি একা একা পাওয়া যায় ? কত রতম কায়দা করে একটু সময়ের জন্য আসে তাও আবার কেউ দেখে পেলার ভয় কাজ ক...