নগ্নতাই আমাদের পছন্দ


জীবনের প্রথম সময়টা কাটালাম নগ্ন অবস্থায় অথচ আজ নগ্ন দেখলে নাক ছিটকিয়ে এমন অবস্থা করি যেন কোনদিন আমরা নগ্ন ছিলাম না। 

তার পরও যখন আমরা নগ্ন হই নিজ স্বার্থে তাতে কোন সমস্যা হয়না কেউ আমাদের নগ্ন বললেই তাতে দোষ হয়ে পড়ে। এখন আমার প্রশ্ন নগ্নতা তো নগ্নতাই তার কোন প্রকার ভেদ আছে কিনা যদি কার ও জানা থাকে অবশ্য আমায় একটু জানাবেন কেমন। এক সময় আমরা নিজেদের প্রয়োজনে নগ্নতা থেকে প্রথমে পাতা,তারপর কাপড় দিয়ে নিজেদের দেহ ঢেকে ছিলাম, এখন আবার নিজেদের প্রয়োজনে ধীরে ধীরে নগ্ন হয়ে যাচ্ছি ।
আমরা কি আবার সেই পৃথিবীর জন্ম যুগে ফিরে যাচ্ছি নাতো ?
নাকি নগ্ন থাকাই আমাদের অভিরুচি ।
আমরা নগ্নতাকেই পছন্দ করি, হতে পারে সেটা জন সম্মুখে কিংবা সেটা লোক আড়ালে ,তবে এটাই সত্য যে আমরা নগ্ন তাকে পছন্দ করি।

Comments

Post a Comment

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা