মাথা ভর্তি সিনেমা পোকা
       হাটি হাটি পা পা করে , অনেকটা পথ চলা হয়ে গেছে  । কখন যে , কোথায় কিভাবে মাথায় এতো গুলো পোকা ডুকিয়ে নিয়েছি তা ভাবতেই এখন কেমন গায়ে কাটা দিয়ে উঠে । তবে হ্যাঁ স্বপ্ন দেখার ব্যাপারে আমার কোন কৃপণতা নেই । আমি অনেক বড় স্বপ্ন দেখতে পারি , আবার তার পিছে তার দিন ছুটে চলতে পারি । যাই করি , ঘুরে ফিরে , একই জায়গায় । আমি সিনেমা বানাবো । দিন শেষে যখন পকেট কুড়িয়ে দুই টাকার একটা নোট ছাড়া আর বের হয় না । কিংবা পাশের লোকটা কটু করে বলে , পাগল একটা , তখন সত্যি আমার খারাপ লাগে না । এই কারণেই লাগে না , কারণ এই পাগল শব্দটি অনেক বার শুনেছি । এখন একদিন না শুনলেই মনে হয় ওই দিন আমি কোন কাজই করি নাই ।   সময়ের সাথে সাথে পোকা টা যখন শক্ত অবস্থান নিয়েছে । তখন আশে পাশের লোক গুলো দুরে সরে যেতে শুরু করেছে । তাতে কি , আমি তখন ভেজায় খুশী । কারণ আমার আশ পাশটা  পাকা হচ্ছে , আর আমার স্বপ্ন গুলো ঘনিয়ে আসছে । দেখতে দেখতে গড়ে তুললাম  চ্যানেল প্রজন্ম  নামে একটি অনলাইন চ্যানেল । সেই সাথে  ঝাড়বাতি সিনে ক্লাব  নামে বাংলাদেশী সিনেমা ক্লাব । আর এরই মাঝে নির্মাণ হয়ে গেলো নিজের পরিচালিত প্রথম শর্ট ফিল্...