Posts

Showing posts with the label বানিজ্য আলাপ

আমার ই-কর্মাসের দিন গুলো ...পর্ব :০১

Image
------------------------------------------- প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি আমি টাইটেল ছাড়া কিছু লিখতে গেলে লেখা বট গাছের ন্যায় শাখা প্রশাখা ছড়াতে থাকে । তাই একটা টাইটেল দিলাম । আর হয়তো অনেকেই টাইটেলের সাথে লেখার মিল পাবেন না । তাই ক্ষমা চেয়ে নিলাম আগেই । তাছাড়া আমি কোন বড় ধরণের ব্যবসায়ি নই । যে গাধায় গাধায় জ্ঞানের বাণী শুনাবো । কিংবা আমি কোন ইউনিভার্সিটি থেকেও পাশ করে আসি নি , ই-কমার্সের উপর । কোন কোর্স ও নেই । নিজের চলার পথে যা পেয়েছি , যা দেখেছি ওটাই ছিলো আমার শেখা , কিংবা জানা, প্রথম দিকে পড়তাম লিখতাম গ্রুপে অনেকটা এ্যকটিভ থাকলে ও এখন পড়ে যাই , লেখার সময় তেমন পাই না । তাই লেখা হয় না । ।প্রথম দিকেই কিছু কথা শুনিয়ে দিলাম । মাপ করবেন কাউকে ছোট বা হেও করা উদ্দেশ্য নয় । বেশ কিছু দিন আগে একটা পোষ্টে লিখেছিলাম , আবেগে প্রেম ভালোবাসা হয় , ব্যবসা নয় । আর একই ধরণের কথা রাজীব ভাই বলেছেন , প্রথম দর্শনে প্রেম হয় , ব্যবসা নয় । যাই হোক প্রায় শুনি এই ই-কামর্স ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করে দিয়েছে । ওর লস হচ্ছে । আবার আমরা কেউ কেউ পোষ্টাই যে সেক্টর টাকে ধংস করে দিচ্ছে কিছু ছোট কোম্পানী । কথা গুলো

বাংলাদেশে ই-কমার্স

Image
 ই-কমার্স কি?  উইকিপিডিয়া থেকে জানা জায়, ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বানিজ্য একটি বানিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বানিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।  এবার আসা যাক সাধারণ সংজ্ঞায়। আমাদের কাছে এখন ই-কমার্স শব্দটি বেশ পরিচিত। আমরা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে কোন পণ্য কেনাকাটা করাকেই ই-কমার্স বলে থাকি। ব্যবসা-থেকে-ব্যবসা (B2B), ব্যবসা-থেকে-গ্রাহক (B2C), ব্যবসা-থেকে-সরকার (B2G), গ্রাহক-থেকে-গ্রাহক (C2C), মোবাইল কমার্স (m-commerce) ইত্যাদি নানাণ প্রকারভেদ রয়েছে এই ই-কমার্সে। তবে বাংলাদেশে ই-কমার্স নতুন শুরু হওয়ায় বর্তমানে ব্যবসায়-থেকে-গ্রাহক  (B2C) পদ্ধতিটিই সাধারণত প্রচলিত রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কমার্স  উন্নত বিশ্ব যখন ই-কমার্স ব্যাবসায় মেতে উঠেছে , তখন তাদের সাথে তাল মিলিয়ে এক