Posts

Showing posts with the label ডায়রী

পানাম নগর, আমার এবেলা ওবেলা

Image
শরীর অসুস্থ থাকলে ডাক্তার কিংবা হাসপাতাল । আর মন অসুস্থ থাকলে ? এমন প্রশ্নে খুব সহজ ভাবে আমি বলি , বন , জংঙ্গল , পাহাড় , নদী কিংবা পুরানো কোন বাড়ি, মানে প্রাচীন নগরী । কম বেশী আমাদের সবারই মন খারাপ হয় । চলুন ঘুরে আসি শহরের পাশেই পানাম নগর থেকে । ব্যস্ততম শহর থেকে বেরিয়ে একটু কাটিয়ে আসি কিছু সময় । চাইলে চলে যেতে পারেন , খরচ খুব বেশী না । কিন্তু ঘুরে আসতে পারেন , পানাম নগর থেকে । কিছু সময়ের জন্য হলেও নিজেকে জমিদার ভাবতে পারেন চাইলে ( যেটা আমি করি ) । প্রাচীন নগরী সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানাম নগর৷ ১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে৷ কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন সমৃদ্ধ এই পানাম নগর এখন ধ্বংসের প্রহর গুনছে৷ যা আছে পানাম নগরে প্রায় ৫ মিটার চওড়া এবং ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দু’পাশে সুরম্য কিছু স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে৷ সড়কের উত্তর পাশে ২১টি এবং দক্ষিণ পাশে ৩১টি, মোট ৫২টি বাড়ি এই নগরের অন্যতম আকর্ষণ৷ টাকা , সময় , সুযোগ সব মিলিয়ে শেষ কয়েক মাস ঘুরা বলতে প্রয়োজন আর বাসার পাশের ট

নীরব , নিস্তব্ধ রজনীতে এই ব্যস্ত নগরীর বুকে আমার পথ চলা , পদ্মার সাথে প্রেম এবং আমার ইলিশ ভোজন । আমার সুখসন্ধানী মন

Image
চলমান সময়কে বেধে রাখার উপায় হলো বয়ে চলা সময়ে একন কিছু কাজ করো যা সারা জীবন স্মৃতি হয়ে হলেও তোমার পাশে  থাকবে । রাতের ঢাকায় এর আগেও বেশ কয়েকবার হেটেছি । শাহাবাগ থেকে , সংসদ ভবন , তার পর বিমান বন্দর,  কিন্তু একা । ইচ্ছে ছিলো অনেক কয়েকজন এক সাথে রাতের ঢাকায় ঘুরবো , লাল চায়ের সাথে জমিয়ে আড্ডা, গান । আর ব্যান কিংবা পিক আপে করে শহরটাকে ঘুরে দেখা । সময় , সুযোগ , কিংবা মানুষ । তার উপর দেশের আইন শৃংখলার কথা চিন্তা করে তা হয়ে উঠে নি । শেষ রাতের এই ব্যাস্ত নগরী কেমন করে ঘুমায় । কিভাবে নীরব হয়ে যায় , তা দেখেছি বছর এক আগে । শেষ এক বছর আর তা হয়ে উঠেনি । শরীর কিংবা মন কোনটাই ভালো যাচ্ছে না । নিজের সাথে তাল মিলিয়ে চলছে না  কোনটাই । মনে হচ্ছে একটার সাথে অন্যটার আড়ি , আবার তাদের জোট হয়ে আমার সাথে আড়ি । শারীরিক , মানসিক , আর্থিক , সব দিক থেকে যখন একটু সমস্যায় , তিন দিন ভাত থেকে দুরে ছিলাম , অসুস্থতার কারণে , সর্বোচ্চ বাসার কাছের লাল চায়ের দোকান ছাড়া যাওয়া হয়নি দুরে কোথাও । চার দেয়ালে বন্ধী জীবন নিজেকে সব সময় কারাগার কারাগার স্মরণ করিয়ে দেয় । কোথাও কাউকে খুজে বেড়ানোর এই মন যখন কাউকে না পেয়ে শূণ্য হাতে

খারাপ সময়েও ভালো থাকার চেষ্টা , আমার অবসরের দিন গুলো

Image
এ কটা সময় অনেক ডায়রী লিখতাম । নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বলা হতো ডায়রীর কাছেই । প্রেমিকা , বন্ধু , সহপাঠি যাই বলিনা কেন সব কিছুই ছিলো এই ডায়রী । প্রতি বছরের প্রথম দিনেই নতুন একজন কে ঘরে তুলি । শুরু হয় আমার নতুন প্রেম , নতুন সংসার । ইদানীং আর তা হয় না । যান্ত্রিক জীবন , ব্যস্ততা , হাতাশা , জীবনের পিছে ছুটতে গিয়ে  কেমন জানি হয়ে গেছি । এখন যাই লিখি তা হলো, ফেইসবুকের পাতায় , বিভিন্ন ব্লগ ,টুইটার ,এই মিলিয়ে কেটে যায় আমার দিন , আমার সময় । এখনো মাঝে মাঝে ইচ্ছে করে একদিন একটা নতুন ডায়রী নিয়ে বসবো ।  কি রাত,  কি দিন , সব পার হয়ে যাবে , কিন্তু আমার লেখা থামবে না । অনেক লিখবো । এ পাতা ও পাতা , সব সাদার উপর আমি কালো কালির দাগ দিবো । কিন্তু হয়ে উঠে না । এই বছরের প্রথম থেকেই চিন্তা করছি , আবার শুরু করবো , কিন্তু অর্থ নেই , থাকলে সময় নেই । এই ভাবে আর কেনা হলো না আমার নতুন প্রেমিকাকে । তাই চিন্তা করলাম এখন আর এই বাড়ি ওই বাড়ি না ঘুরে , ওহ বাড়ি ? বাড়ি বলতে এই খানে ওয়েব সাইট গুলোকে বুঝানো হয়েছে । নিজের ব্লগেই লিখবো , আর যেখানে এইকটা ক্যাটাগরি থাকবে ডায়রী নামে । যেথায় আমি হারাবো , আবার নিজ