হতাশা ঝেড়ে নিজেকে গুছিয়ে নিন । নিজের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন দেখবেন অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে শুরু করছে ।


কিছু কাজ মনে মতো হবে না এইটা স্বাভাবিক , কিন্তু সব কাজ মনের বিরুদ্ধে যাবে এইটা অস্বাভাবিক । স্বাভাবিক অস্বাভাবিক নিয়ে আমাদের এই জীবন যুদ্ধে এগিয়ে যেত হবে । হাটতে হবে কাটা পড়ে থাকা রাস্তার উপর দিয়ে । ঠিক একই ভাবে রাস্তায় কাটা পড়ে থাকাটা স্বাভাবিক , কিন্তু আপনি ইচ্ছে করে রাস্তায় কাটা পেলবেন সেটা অস্বাভাবিক । কাজ যখন মনের মতো হয় না , তখন আপনার মধ্যে একটা মানসিক চাপ পড়া স্বাভাবিক । সেটা আপনার নয় অন্যেদের ক্ষেত্রেও হয়েছে । কিন্তু সেই চাপের নিছে নিজেকে পেতে দেওয়াটা অস্বাভাবিক ।
ভুল করাটা দোষের কিছু না কিন্তু সেই ভুল বুঝতে পেরেও সেই ভুল পথে এগিয়ে যাওয়া অবশ্যই দোষের। অতীতের হতাশা আঁকড়ে ধরে বসে থেকে বর্তমান সময়টা নষ্ট করা অবশ্যই দোষের।

জীবনে কতোটুকু পাবো, সামনের দিনগুলোতে কি হবে তার অনেকাংশই নির্ভর করে নিজের উপর। নিজেকে নিজে না বদলালে কেউ বদলে দিবে না।

হতাশায় ডুবে থাকলে সাফল্য কোনদিন ধরা দিবে না, ভুল মানুষের সাথে চললে ভালো চিন্তা কখনো মাথায় আসবে না। আজকে এখন থেকে নিজের ভুলগুলো না শুধরালে হয়তোবা আর কখনো সেই সুযোগ পাওয়া যাবে না। তাই যা করার আজকে থেকেই, এখন থেকেই শুরু করুন ।
শুরুটা সব সময় ছোট থেকেই হয় । তাই বলে যে শুরুই হবে না এইটা তো কথা না । আর শুরুটা নিজেকেই করতে হবে । শেষ সময়ে অনেকেই পাশে পাওয়া যায় , যদিও সেটা শুরুতে হয় না ।
প্রায় অনেকের কাছ থেকে প্রশ্ন পাই । জীবনের গুরুত্বপূর্ণ সময় কোনটা ? এর উত্তর একটাই , আপনি যেখানটায় আছেন সেটাই গুরুত্বপূর্ণ । মানে আপনার বর্তমান । সময় কখনই গুরুত্বপূর্ণ হয়না । তাকে গুরুত্বপূর্ণ করে নিতে হয় । কি ছিলেন , কি হয়েছিলো , কে আছে , কে থাকবে এই সব চিন্তা বাদ দিয়ে , নিজ থেকেই শুরু হোক । হতাশা ঝেড়ে নিজেকে গুছিয়ে নিন । দেখবেন , সময় , আপনি , আপনার কাজ , সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে গেছে ।
জয় হোক তরুণ্যের , জয় হোক স্বপ্নের । জয়ী হোক স্বপ্ন বাজ সকল মানুষ ।

Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা