Posts

আমি ধর্ষক নই

Image
কিছু দিন আগে বাড়ি যাওয়া জন্য বাসের জানালার পাসে একটা সিট বেছে নিলাম , আর আমার পাশের সিটটা খালি একটা যুবতি মেয়ে এসে জিজ্ঞাস করলো ভাইয়া সিটে কি কেউ আছে , সংক্ষিপ্ত উত্তর না, মেয়েটি বসে পড়লো , প্রথমে খুব জড়সড় হয়ে বসলাম যেন উনার শরীরে আমার দেহের কোন অংশ না লাগে আবার তিনি কি ভেবে বসেন আবার  । মেয়েটা কি ভেবে যেন দুজনের মাঝখানে উনার ব্যাগটা রাখলেন আর আমিও তাতে বাধা দিলাম না কারণ উনি বোধ হয় নিজেকে নিরাপদ রাখার জন্য এই পন্থা ব্যবহার করেছেন । পুরো রাস্তা অল্প একটু জায়গায় কোন মতে নিজে জড়সড় করে বসে পার করলাম এর পাকে উনি কার সাথে জেন কথা বললেন আর তারপর ঘুম, বাসটি আমার গন্তব্যে এসে পৌছায় আর আমি নামার জন্য উনাকে ডাক দিলাম , তাতে উনা র ঘুম ভাঙ্গলো আর জেগে উঠে জয়গা দিলেন আর ছোট করে করে ধন্যবাদ , জিজ্ঞাস করায় জানতে পারলাম উনার ব্যাগ পাহারা দেওয়ার জন্য, কিছুদিন আগে নাকি এভাবে ঘুমিয়ে যাওয়ায় উনার ব্যাগটা চুরি হয়ে গেছে।  কেউ যখন আমার উপরে র্নিভর করে অথবা আমাকে নিরাপদ ভাবে তখন আমার ভাল লাগে। সেই মানুষটি ছেলে কি মেয়ে তাতে যায় আসে না। এমন কি কোন পশু পাখিও যখন আমাকে নিরাপদ ভাবে তখন কেন জান

নগ্নতাই আমাদের পছন্দ

Image
জীবনের প্রথম সময়টা কাটালাম নগ্ন অবস্থায় অথচ আজ নগ্ন দেখলে নাক ছিটকিয়ে এমন অবস্থা করি যেন কোনদিন আমরা নগ্ন ছিলাম না।  তার পরও যখন আমরা নগ্ন হই নিজ স্বার্থে তাতে কোন সমস্যা হয়না কেউ আমাদের নগ্ন বললেই তাতে দোষ হয়ে পড়ে। এখন আমার প্রশ্ন নগ্নতা তো নগ্নতাই তার কোন প্রকার ভেদ আছে কিনা যদি কার ও জানা থাকে অবশ্য আমায় একটু জানাবেন কেমন। এক সময় আমরা নিজেদের প্রয়োজনে নগ্নতা থেকে প্রথমে পাতা,তারপর কাপড় দিয়ে নিজেদের দেহ ঢেকে ছিলাম, এখন আবার নিজেদের প্রয়োজনে ধীরে ধীরে নগ্ন হয়ে যাচ্ছি । আমরা কি আবার সেই পৃথিবীর জন্ম যুগে ফিরে যাচ্ছি নাতো ? নাকি নগ্ন থাকাই আমাদের অভিরুচি । আমরা নগ্নতাকেই পছন্দ করি, হতে পারে সেটা জন সম্মুখে কিংবা সেটা লোক আড়ালে ,তবে এটাই সত্য যে আমরা নগ্ন তাকে পছন্দ করি।

সামাজিক নয় একটু অসামাজিক

Image
সমাজ থেকে একটু দুরে একটু আড়ালে দাড়িয়ে সমাজ ও সমাজের মানুষ গুলোর রং ঢং দেখতে বেশ ভালোই লাগে, তার একটা মজা আছে, যদি এই মজা আজও নিতে পারিনি তবে অনুভব করছি কারণ যদি এতে আনন্দ না পাওয়া যেত তবে সমাজের সংখ্যাগরিষ্ট লোকেরা এই মজা নিবে কেন?

বৃষ্টিকাল

Image
অর্ধ শতাব্দি ধরে বৃষ্টি হচ্ছে। মহেঞ্জদারোর রাজদরবারে যখন সোনাবাঈ নৃত্য করছিল , তখন থেকে। সেই যে শুরু ' আজ সকালে রিমঝিম নিক্কনে চোখ মেলে সোনাবাঈকে দেখি। সে তাকিয়ে আছে , দেখছে , এই শতকের , এই দশকের , আজকের আমাকে। আমি দেখতে কেমন ? আমার অনুভূতি কেমন ? আমার ভাবনা কেমন ? সে বুঝতে চায় - আমি কি কুক্কুরিপা ' কে চিনি কি না ? ব্যাস - আমার সাথে কথা বলে কি না ? সে আরো জানতে চায় , খ্রীস্টপূর্ব আড়াই হাজার বছরের সভ্যতার কতটুকু এগিয়ে নিয়েছি .. দেড়শত বছরের অন্ধকার যুগের শূণ্যপুরাণের মতো আমি তাকিয়ে ভাবি - কী বলছে এসব ! সে আরো বুঝতে চাইলো - গত অর্ধশতাব্দি ধরে টানা বৃষ্টির রিমঝিম আমাকে নাড়ায় কি না ? পুলকিত করে কি না ? আমি তখন তার দিকে তাকাই আমি বিস্মিত চোখে তাকিয়ে বুঝাই ' বলে কী ! বৃষ্টিইতো সব। ' সূত্র: মোস্তফা মনন