এ যেন এক অচেনা নগরী , অচেনা সভ্যতা ।

 ময়লা অবর্জনার স্তুপের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা নাক ছিটকে অনেক কিছুই বলি । ভুলে যাই এই ময়লা গুলো আমাদের প্রতিদিনকারের অনেক সুন্দর খাবার কিংবা ব্যবহৃত জিনিষ গুলোর ফেলে দেওয়া অংশ বিশেষ । 

dystopian
ছবি : Paste Magazine


ঠিক পচে যাওয়া একটা সমাজ যখন গন্ধ ছড়াতে শুরু করে তখন আমার মতো অনেক হিপোক্রিটের জন্ম হয় যারা সুন্দর সুন্দর বাণী দিবে । আবার কেউ কেউ বা আমার থেকেও উচ্চমার্গিয় বক্তব্য দিবে । কিছুই করার নেই কেন না , আমাদের নীতি আদর্শ চুরি হয়ে গেছে অনেক পূর্বে । বহুবছর শোষণের শিকার এই জাতির নীতিতে মরিচার আবরণ পড়ে গেছে । আর বাকি গুটি কয়েক যে গুলো ছিলো তাদের কেও কখনো না কখনো আমরা বিভিন্ন উপাদি দিয়ে মেরে ফেলেছি । 

এই পচে যাওয়া সমাজ নামক স্তুপে এখন আর পদ্ম ফুল ফুটে না , আর ফুটলেও আমরা সেই ফুলকে চিনিনা বলেই কোন অচিন ফুল ভেবে ছিড়ে পেলে দেই । কিংবা তা অযত্নে অবহেলায় এক সময় নিজ থেকেই বিলীন হয়ে যায় । এই খানে কিছু এখন কিছু কিটের বসতি হয়েছে । মারাত্মক সব কিট , যারা একজন অন্যজন কে কামড়াচ্ছে । কাক যেখানে স্ব-জাতির মাংস খায় না , কিন্তু এই কিট গুলোর পচন্দের খবারের তালিকায় প্রিয় হলো স্ব-জাতির মাংস । 

এই হিংস্র কিটের কামড়ে ক্ষত বিক্ষত হয় তার স্ব-জাতি । তৈরি হয়েছে একটা সম্পূর্ণ ভিন্ন একটা কিট জাতির । ওই কিট দের মাঝে আমি ও একজন । এই নতুন সভ্যতার একটা সাধারণ আচরণ হলো তারা খুব সহজেই অন্যকে তুলনা করতে পারে এমনকি তার বিচারও , কি হবে , মৃত্যুদন্ড নাকি অন্য কিছু ! তাদের মধ্যে একটা রাগ ক্ষোভের প্রকাশ পায় । সবাই কেমন যেন সব সময় একটা ক্ষিপ চেহারা নিয়ে বসে থাকে । 

কখনো কখনো মনে হয় না এই আমি কোন ডিস্টোপিয়ান সাইন্সফিকশন পড়ছি । যার গল্পটা এমন , কিন্তু ক্ষাণিক পড়ে ভুল ভাংগে না আমি সত্যি একটা ডিস্টোপিয়ান সভ্যতায় বাস করছি । এইখানে যেমন সরা সরি একজন আরেকজনকে হেয় করার চেষ্টায় থাকে ঠিক একই ভাবে , অনলাইনের পৃষ্ঠায় ও তারা তাদের নানা কর্মের মাধ্যমে নিজেদের প্রকাশ করার চেষ্টা করে । 

কখনো কখনো এই খানে কোন মৃত মানুষের চরিত্র নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ হয় , কিন্তু সত্যিকারের অপরাধ ডাকা পড়ে যায় তাদের এই নাটকীয় কর্মের কারণে । এই খানে পুরুষ গুলো , প্রতি রাতেই নারীর সংগ পেতে চায় । আবার তারাই নারীকে বেহায়া বলে নানা মন্তব্য করতে একটু ও দ্বিধা বোধ করে না । এই খানে ইতিহাসের পাতা থেকে চেতনা ধার করে তার হাট বসে । আবার কেউ কেউ স্ব-ধর্মের দোকান খুলে বসে যেখানে , বিক্রয় হয় , জান্নাত-জাহান্নামের টিকেট । 

নারী সংগ পেতে কেউ ব্যবহার করে তার অর্থ আর কেউ আশ্রয় নেয় চেতনা কিংবা ধর্মের । এ যেন এক অচেনা সভ্যতা । এই যে আমি ? আমিও তাদের ই একজন । আগেই বলেছি , এই কিটদের মধ্যে কয়েকজন আছে যারা ভিন্ন খোলস পরে নিজেকে ভিন্ন পরিচয়ে পরিচয় করানোর জন্য নানান রকম পন্দি আটে । আসলে এই খানে একটা প্রতিযোগীতা চলে , আমি ছাড়া আর সবাই খারাপ । এই খানে চর্চা হয় অন্যকে ঘৃণা করার । এই খানে বড় বড় প্রতিষ্ঠান খুলে  বাচ্চাদেরকে শিখানো হয় , তুমি ভালো অন্য সব খারাপ । শিখানো হয় , নিজের জন্য করো , অন্যরা ডুবে যাক । 



Comments

Popular posts from this blog

প্রবাহমান জীবন ও কিছু কথা!

"ফরেস্ট গাম্প " একটি অনুপ্রেরণার গল্প, একটি মৃত প্রাণকে তাজা করার সিনেমা

পানাম নগর, আমার এবেলা ওবেলা