Posts

Showing posts from November, 2016

স্মৃতির কেনাকাটা... আমার সিনেমা বানানোর গল্প (পর্ব-০১)

আজ যা হচ্ছে কাল তা অতীত , আর অতীতের কিছু বিষেশ মূহর্তের ঠাই মিলে স্মৃতির পাতায় । দেশের জলবায়ুর অনেকটা পরিবর্তন হয়েছে , বর্ষা শেষ সময়েও বৃষ্টি হচ্ছে । একটু পর পর বৃষ্টি হয় , থেমে থেমে বৃষ্টি আবার কখনও বা মুষলধারে বৃষ্টি নামছে । অনেক জল্পনা-কল্পনা শেষে ঠিক হলো দিন তারিখ । কয়েক ধপায় আলোচনা হলো । আর্টিস্টদের রিহার্সেল করানো হলো দুই দিন । টিমের অন্য সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো । নিজের ভিতর একটু অন্য রকম ক্রিয়া কাজ করছে । একটা ভিন্ন অনুভতি । স্বপ্নের আরেক ধাপ এ উঠতে চললাম । হাতে সময় নেই , স্ক্রিপ্ট অনুযায়ী ফ্রপ্স কিনতে হবে । কম নয় , অনেক গুলো , এই বার শুরু কেনা কাটার জন্য এদিক ওদিক ছুটাছুটি । সাথে আছে এই ফিল্ম এর প্রধান সহকারী পরিচালক , সব থেকে কাছে মানুষটি , ভাই বলি বন্ধু বলি , সব কিছুই বলা যায় । সারাদিনের ভাবনা শেষ , বাসা থেকে লিস্ট করে নিয়ে আসলাম ।বসে আছি টিএসসির চত্বরে অন্যরা সবাই আসছে । দু-একজন চলে এসেছে । কথা চলছে সেই সাথে স্ক্রিপ্টএর সাথে লিস্ট মিলিয়ে দেখা হচ্ছে , কোন কিছু বাদ গেলো কিনা । না ঠিক আছে , সবই লিস্টে উঠেছে , যা দু-একটা বাদ আছে সে গুলো ও বাসায় আছে বলেই লিস্টে জায়গা

স্বপ্ন কি ? মরিচিকা না জোনাক পোকা ?

কোনটা স্বপ্ন , যেটা ঘুমিয়ে দেখি সেটা না যেটা জেগে দেখি সেইটা ? কেউ বলে ঘুমিয়ে যেটা দেখা হয় সেটা স্বপ্ন নয় , কিন্তু সেই ছোট বেলা থেকেই প্রতি দিন কাউকে না কাউকে বলতে শুনেছি , আজ রাতে আমি এই স্বপ্নটা দেখেছি , কেবল যে শুনেছি তা না , নিজেও বলেছি , যদিও আমি তেমন কোন স্বপ্ন ঘুমের ঘোরে দেখি নাই । যাই হোক , আমার কাছে মনে হয় , এইটা নিয়ে কথা বাড়ালে অবস্থাটা ঠিক এমন দাড়াবে যে ডিম আগে না মুরগী আগে তার মতো । তাই বাড়ালাম না । যে যেটা মনে করে , সেটা তার ব্যাপার , আমার কাছে দুটাই স্বপ্ন মনে হয় , কারণ মানুষ ওই জিনিসটাই ঘুমের ঘোরে দেখে যা নিয়ে সে বেশী চিন্তা বা কল্পনা করে । স্বপ্ন দেখাটা নেশায় পরিণত হয়ে গেছে । এখন মনে হচ্ছে স্বপ্ন না দেখে থাকা যায় না , একটা স্বপ্ন ভেঙ্গে গেছে কিংবা তার দরজা বন্ধ হয়ে গেছে , সাথে সাথে আরেকটা স্বপ্ন নিজ থেকে এসে হাজির হয় । একটু দেরী হলেই চিন্তা ধরে যায় , স্বপ্নও কি ছেড়ে যাচ্ছে নাকি আমায় ..? কিন্তু না , স্বপ্নের সাথে যে একটা ভালো সন্ধি হয়ে গেছে , তাই তো সে আছে আমার সাথেই , পরিচিত অনেকেই প্রতিদিন একটা করে জ্ঞানের বাণী শুনায় , একটা চাকুরী করতে বলে , বন্ধ করে দিতে বলে এই স

চলচ্চিত্রের পরিবর্তন , নতুনত্বের চাপ

বর্তমান চলচ্চিত্রে অনেক পরিবর্তন এসেছ । অনেকেই বলছে , নিউজ পেপার গুলো ও বড় বড় ছাপা অক্ষরে তা প্রকাশ করছে । যদিও এটা নতুন কিছু না । তবে কতোটুকু পরিবর্তন এসেছে ? একটু পিছনের দিকে তাকালেই দেখা মিলবে তার । ত্রিশ দশকের ছবি আর পঞ্চাশ দশকের ছবি গুলোর দিকে লক্ষ্য করলেই পরিবর্তনের , নতুনত্বের একটা প্রমাণ মিলবে । সেই সাথে এই পরিবর্তন যে প্রথম না , তার ও প্রামণ পাওয়া যাবে । সময়ের সাথে তাল মিলেয়ে চলতে গিয়ে পৃথিবীর সব কিছুরই পরিবর্তন হয় , একটা সময় পর পর এই পরিবর্তন হয় । তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রে ও মিলে পরিবর্তনের চাদর । তবে হ্যাঁ এখনকার চলচ্চিত্রের পরিবর্তনটা একটু বেশী মনে হচ্ছে । একটা সময় পরিচালক অনেক ভেবে সিনেমায় হাত দিতেন আর এখন একটা গল্প আর মোটামুটি টাকা হলেই সিনেমা হয়ে যায় । লেখাটা কাউকে ছোট করার জন্য লিখিনি । শেষ কিছু ছবি দেখে মনে হলো । কারণ যে কোন সিনেমার দুটা দিক থাকে । হয় গল্প না হয় মেকিং । কিন্তু তাদের কাছ থেকে কোনটাই পাইনি । ছবিতে স্বামী-স্ত্রীর মিলন দেখানো কিংবা প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ দৃশ্য দেখানোটা এখন অনেক সহজ হয়ে গেছে । কিছু কিছু দৃশ্য দেখলে মনেই থাকে না যে একটা সময় এই দে