Posts

Showing posts from June, 2017

প্রচারই প্রসারের মূলমন্ত্র , আমাদের ই-কর্মাস মার্কেটিং

Image
শেষ কয়েকদিনে সব থেকে নজরে পড়া পোষ্ট গুলোর মধ্যে , একটি হলো , আমার পেইজ বুষ্ট করতে হবে , অভিজ্ঞরা যোগাযোগ করুন । ২য় : প্রতিটা দিন এতো ডলার বুষ্ট চলছে , কিন্তু অডার আসছে না । চলুন একটু আলোচনা করে আসি : টপিক ২ - প্রথম টপিক বাদ দিলাম শেষে বলবো , আর এমনটাও হতে পারে যে বলবো না । যাই হোক কথায় আসি । যেকোন বিষয় , প্রচার ছাড়া প্রসারিত হয় না । প্রচারই প্রসারের মূল মন্ত্র । এইবার সেটা নেগেটিভ কিংবা পজেটিভ যাই হোক । আপনাকে প্রচার করতেই হবে । তার উদাহরণ , হিরু আলম । বাকিটা আপনারা বুঝে নেন । এখন আপনার পণ্য আছে সেটা না জানালে কেউ জানবে না , আর না জানলে কিনবে না এটাই স্বাভাবিক । আবার একটা সমস্যাও আছে , সারা দিন পণ্য নিয়ে বক বক করলেও পাবলিক চাপাবাজ বলবে , তাহলে উপায় ? বিষয়টা ওখানেই , কিছুদিন আগে একটা পোষ্ট দেখলাম , ওনি প্রতিদিন ৩০ ডলার করে বুষ্ট করছেন , লাইক শেয়ার সবই আসছে কিন্তু সেল আসছে না । যেহেতু , লাইককমেন্টস , শেয়ারে টাকা নাই , সুতরাং তার লাভও নাই । ওনার দরকার সেল । হ্যাঁ সেল আসবে , যদিও সেটা নিজ থেকে আসে না , আপনাকে নিয়ে আসতে হবে । যেহেতু আপনার কোম্পানী প্ল্যান সর্ম্পকে জানি না , তাই মার্ক

আমাদের ই-কর্মাস , পর্ব- ০১

Image
কিছু কিছু শব্দ দেখতে ছোট কিংবা অল্প জায়গা নিয়ে অবস্থান করলেও , ক্ষমতার দিক থেকে সমান ভাবে অধিকার নিয়ে থাকে । যেমনটা কর্মাসের আগে বসা ই । হ্যাঁ আমি ই-কর্মাসের কথাই বলছি । দেখতে ছোট মনে হলেও  "ই" এর ক্ষমতা কিংবা প্রয়োগ কিন্তু সমান । আপনাকে যতটা কর্মাস বুঝতে হবে , ততটাই "ই" বুজতে হবে । যতটা কর্মাসের প্রয়োগ হবে ততটাই "ই" এর প্রয়োগ হবে । e-Commerce = Not Only just  Commerce , e-Commerce = Electronic Commerce  প্রথমেই বলে দেই দার করা জ্ঞানে ব্যবসা হয় না ,  আমি ব্যবসা করবো , একটা নাম চাই ফ্রান্স , আমি ব্যবসা করতে চাই কি পণ্য নিয়ে করবো বুদ্ধি চাই ফ্রান্স , এই টাইপ পোষ্টের সংখ্যা অনেক । আর অনেকের মতে ই-কর্মাস একটি সহজ ব্যবসা , ঘরে বসেই করা যায় , পাশের বাসার ভাবি করছে তাই আমিও করবো , আমার বউ অনেক কসমেটিক কিনে , তাই চিন্তা করলাম একটা কসমেটিক এর শপ খুলি । স্বপ্ন দেখা ভালো , কিন্তু তাই বলে তাই বলে যে না জেনে না বুজে স্বপ্ন দেখবেন , এবং নেমে পড়বেন , তাহলে নেহাত লসের মুখে পড়তে হবে । আবার একই ভাবে , ওনি একজন ভালো ব্যবসায়ী , ওনার ব্যবসা জ্ঞান অনেক বালো , কিন্তু ই-ক