সমকালীন বার্তা..........
পা দু-খানা ঠান্ডায় জমে গেছে । শীতের রাত বেড়েই চলেছে । রাত বাড়ার সাথে সাথে কম্পিউটারের ডান পাশে ছোট ছোট সবুজ বাতি গুলো কমে আসছে । হ্যাঁ এর মধ্যেই অনেকেই হারিয়ে গেছে স্বপ্ন রাজ্যে । আবার কেউ দেহ খানা বিছিয়ে দিয়েছে , বিছানার উপর । বাহির থেকে একটা মিউজিকের শব্দ আসছে । দুরে কেউ গান শুনছে । আর আমি ..? আমি স্বপ্নের চাষ করছি । কি করবো বলেন !! সেই তো বছর কয়েক আগেই বীজ বুনেছিলাম এই স্বপ্ন গুলোর , অংকুর গজিয়েছে , এই ছোট ছোট । এখণ যদি যত্ন না করি তাহলে তো আর বড় হবে না , নষ্ট হয়ে যাবে । কোথায় ফল আর কোথায় ফুল , সে গুলো তো ধুরেই থাক । তাই বসে বসে এই রাতেরও স্বপ্নের যত্ন নিচ্ছি । সে দিন বাবা ফোন করেছিলো । এখনো বলে আমার দ্বারা কিছুই হবে না ।আসলে অনেক ভালোবাসে তো তাই তার মনে ভয় টা একটু বেশী কাজ করে । যদি না , জীবনটায় কিছু করতে না পারি । আমার কাছে যে এই না পারাটাই একটা করা । তাও তো বলতে পারবো চেষ্টা করেছি , হয়নি । চেষ্টার ফলে কিছুতো শিখতে পারবো ? এই লোভটা ছাড়তে পারি নাই । তাই এখনো আকড়ে ধরে আছি , আমার ক্ষত-বিক্ষত স্বপ্ন গুলোকে । মা ফোন দিয়ে প্রায় কেদে উঠে । কবে আমার সুখ দেখবে এই বলে । স্বপ্ন দেখা , স্বপ