Posts

Showing posts from January, 2017

সমকালীন বার্তা..........

পা দু-খানা ঠান্ডায় জমে গেছে । শীতের রাত বেড়েই চলেছে । রাত বাড়ার সাথে সাথে কম্পিউটারের ডান পাশে ছোট ছোট সবুজ বাতি গুলো কমে আসছে । হ্যাঁ এর মধ্যেই অনেকেই হারিয়ে গেছে স্বপ্ন রাজ্যে । আবার কেউ দেহ খানা বিছিয়ে দিয়েছে , বিছানার উপর । বাহির থেকে একটা মিউজিকের শব্দ আসছে । দুরে কেউ গান শুনছে । আর আমি ..? আমি স্বপ্নের চাষ করছি । কি করবো বলেন !! সেই তো বছর কয়েক আগেই বীজ বুনেছিলাম এই স্বপ্ন গুলোর , অংকুর গজিয়েছে , এই ছোট ছোট । এখণ যদি যত্ন না করি তাহলে তো আর বড় হবে না , নষ্ট হয়ে যাবে ।  কোথায় ফল আর কোথায় ফুল , সে গুলো তো ধুরেই থাক । তাই বসে বসে এই রাতেরও স্বপ্নের যত্ন নিচ্ছি । সে দিন বাবা ফোন করেছিলো । এখনো বলে আমার দ্বারা কিছুই হবে না ।আসলে অনেক ভালোবাসে তো তাই তার মনে ভয় টা একটু বেশী কাজ করে । যদি না , জীবনটায় কিছু করতে না পারি । আমার কাছে যে এই না পারাটাই একটা করা । তাও তো বলতে পারবো চেষ্টা করেছি , হয়নি । চেষ্টার ফলে কিছুতো শিখতে পারবো ? এই লোভটা ছাড়তে পারি নাই । তাই এখনো আকড়ে ধরে আছি , আমার ক্ষত-বিক্ষত স্বপ্ন গুলোকে । মা ফোন দিয়ে প্রায় কেদে উঠে । কবে আমার সুখ দেখবে এই বলে । স্বপ্ন দেখা , স্বপ

উদ্দ্যোক্তা এবং আমাদের স্বপ্ন যাত্রা (পর্ব-০১)

Image
প্রতিটা জীবনই উদ্দ্যোগ নেয় । প্রতিটা জীবনের ই একটা লক্ষ্য আছে । তারপরও সবাই উদ্দ্যোক্তা নয় । ঠিক যেমনটা আমরা সবাই খাই কিন্তু সবাই খাদক নই বিষয়টা এই রকম । “গোবরে পদ্ম ফুল” এই প্রবাদ টা আমরা অনেকেই শুনেছি । উদ্দ্যোক্তা এক প্রকার এই রকমই । যে কিনা , অন্ধকারে আশার আলো খুজে পায় , কিংবা খোজার চেষ্টা করে । গত কয়েকদিন আগে আমি একটা পোষ্ট করেছিলাম যে সফল হতে কি প্রয়োজন । কেউ বলেছে টাকা , কেউ বলেছে ইচ্ছা । চলূন একটু দেখে আসি …. বিষয়টার ঘনত্ব । টাকা থাকলেই কি আপনি সফল হতে পারবেন ? আপনার কাছে কি মনে হয় আমার জানা নাই । কিন্তু আমার কাছে মনে হয় জ্বি না আপনার পক্ষ্যে কিংবা আমার পক্ষ্যেও সম্ভব হতো না । কারণ আমি অনেকেই শুনেছি যে টাকা আছে ,সেটা ব্যাংকে রেখে দিয়েছে । কি করবে ভয় পাচ্ছে , কিংবা ভেবে পাচ্ছে না । সুতরাং টাকাই সব না । লক্ষ্য : লক্ষ্য কথা আসলে কি ? আমার ইচ্ছে আছে জীবনে অনেক টাকা কামানোর , কিন্তু যদি না হয় ? তাহলে ? তাহলে কি করবো আমি ? কখনই কি এই প্রশ্ন করেছেন নিজেকে ? লক্ষ্য বলতে আমি সেটাই মনে করি যেখানে হাজারটা বাধা আসলেও আমি হেটে চলবো আমার গন্ত্যব্যের উদ্