আমার দেখা সেরা ছবি : “A Beautiful Mind "
      লেকাচার চলছে , বিশ্ববিদ্যালয়ের  এক জন অধ্যাপক জীবনের লক্ষ  নিয়ে কথf বলছেন , শিক্ষার্থীদের মাঝে বড় বড় স্বপ্নের কথা বলছেন । শুরুটা ঠিক  এইভাবেই হয়েছিলো । আমি বলছি  “A Beautiful Mind  ছবির কথা বাংলায় অর্থ  করলে দাড়ায় একটি সুন্দর মন । আমার দেখা সেরা অণুপ্রেরণা মূলক একটি ছবি ।  ২০০১ এ ছবিটি মুক্তি পায় , এবং একই সালে ছবিটি চারটি ক্ষেত্রে একাডেমি  পুরষ্কার জিতে - সেরা ছবি, সেরা পরিচালক, সেরা পরিবর্তিত চিত্রনাট্য এবং  সেরা পার্শ্ব অভিনেত্রী। পরিচালক রন হাওয়ার্ড , ১৯৯৮ সালের পুলিৎজার  পুরষ্কার পাওয়া সিলিভিয়া নাসার একই নামের উপন্যাস অবলম্ভনে ছবিটি নির্মান  করেন । সিলিভিয়া নাসার উপন্যাসটিও বেস্ট সেলিং উপন্যাসের খোতব অর্জন করে ।  সিলিভিয়া নাসা উপন্যাসটি লিখেন লোবেল পুরস্কার বিজয়ী গনিতবিদ জন ণ্যাশের  জীবন থেকে ।  ছবির মুল চরিত্র মানে জন ন্যাশের চরিত্রে অভিনয় করেন  অস্ট্রেলীয় অভিনেতা ও গায়ক রাসেল ক্রো ।  অ্যালিসিয়া নামক মেয়েটি জন  ন্যাশ ( রাসেল ক্রোর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন , আরো অনেক পার্শ্ব চরিত্র  রয়েছে ছবিটিতে ।  জন ন্যাশ , পিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন  গনিতবিদ্যার উপর । তার চিন্ত...